26 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
spot_imgspot_img

বিএনপি’র নেতা-কর্মীদের সকল মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে: এ্যানি

তারেক রহমানের দেশ প্রেম ও তার ঘোষিত ৩১ দফার কথা স্মরণ করিয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো দ্রুত প্রত্যাহার করতে হবে। একেক জনের বিরুদ্ধে ১০০-১৫০টি মামলা, একটা মামলার সার্টিফাইড কপি নিতে ১০ হাজার টাকা লাগে, এতো মামলা, এতো টাকা আমরা পাবো কই। আন্দোলন করতে করতে নেতা-কর্মীদেরতো এখন পকেট খালি, বিষয়টি সরকারকে বিবেচনা করতে হবে। 

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ সর্বজয়া ও সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দীর পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

এ্যানি বলেন, তরুণদের চাকুরীর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কারণ তাদের স্পীড দিয়েই আমরা চলি। অন্তবর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি বেশী প্রত্যাশাও অনেক, এ সরকার আমাদের আন্দোলনের মাধ্যমে এসেছে, এ সরকার আন্দোলনের সরকার। দেশটাকে গড়তে হলে ঘুষ দূর্নীতি সম্পুর্নভাবে বন্ধ করতে হবে, দেশ প্রেমের জন্য যদি আবার লড়াই করতে হয় সবাই প্রস্তুত আমরা ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, ‘সবক্ষেত্রে সরকারের আস্তে চলো নীতি থেকে বের হয়ে আসতে হবে, ম্যাওঁ ম্যাঁও করে ধীরগতিতে চললে হবেনা। দ্রুত খুনিদের বিচার করতে হবে, আমরা বিচার চাই। হাসিনাসহ তার দোসরদের বিচার দ্রুত শেষ করতে হবে। আন্দোলন করতে গিয়ে অনেকেই হাত-পা ও চোখ হারিয়েছেন। গুম-খুনের শিকার হয়েছেন। তাদেরকে দ্বিগুণ অনুদান দিতে হবে। তরুন মেধাবীদের মুল্যায়ন করতে হবে, তাদেরকে বিপথে ফেললে চলবেনা, তরুণদের সঠিক পথ দেখাতে হবে, তবেই বাংলাদেশ সফল হবে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে এ্যানি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সবাই আমরা বাংলাদেশী।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সার্বজনিন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমির কর্মকার ও সর্বজয়া পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি বাবু নিরঞ্জন প্রমুখ।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন