16 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

গাইবান্ধায় চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মাঠের হাট নামক স্থানে ভ্যান চালককে হত্যা করে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে যায় দৃর্বৃত্তরা।

আজ শক্রবার সকালের দিকে পলাশবাড়ি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। স্বজনদের অভিযোগ তাকে  হত্যা করে ফেলে রাখা হয়েছে।

নিহত ব্যক্তির নাম আলেফ উদ্দিন (৫৫)। তিনি  গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম পিয়ারাপুরের মিয়ার বাজার গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে।

পলাশবাড়ি থানা ও স্থানীরা জানায় ,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিন যাত্রী নিয়ে ভ্যান চালক বালুয়া থেকে পলাশবাড়ির উপজেলা শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে পলাশবাড়ি উপজেলার মাঠেরহাট নামক স্থানে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখে। হত্যাকারীরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। আজ সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে আলেফ উদ্দিনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেন।

পলাশবাড়ি থানার ওসি জুলফিকার আলী ভুট্রু আজ দুপুরে বলেন, ধারনা করা হচ্ছে তাকে শ্বাশরোধ করে হত্যার পর তার কাছে থাকা অটো ভ্যানটি নিয়ে হত্যাকারীরা পালিয়ে যায়। এব্যাপারে  থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন