29 C
Dhaka
বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_imgspot_img

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

শ্বাসনালীর সংক্রমণ নিয়ে অসুস্থ হয়ে পড়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (১৬ অক্টোবর) দেশটির সাবেক  প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসনালীর সংক্রমণে ভুগছেন।

সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে, ৯৯ বছর বয়সী মাহাথির মোহাম্মদ দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার হৃদরোগের ইতিহাস রয়েছে এবং বাইপাস সার্জারিও হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে যাওয়া-আসার মধ্যেই ছিলেন তিনি। সবশেষ, গেল জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। 

দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমান উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন। বুধবার এই মামলার শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল মাহাথিরের। স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে তার আইনজীবী আদালতকে জানানোর পর মামলার শুনানি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন