18 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

শেখ হাসিনা দিল্লিতেই আছেন, তাকে ফেরানো হবে: পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্ভবত দিল্লিতেই আছেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানকে চাইলে তিনি বলেন, আমি যতটুকু আন-অফিশিয়ালি জানতে পেরেছি উনি সম্ভবত দিল্লিতেই আছেন।

আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা ব্যক্তিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপনারা যতটুকু জানেন আমি ততটুকুই জানি। অনেক ক্ষেত্রে হয়তো আপনারা একটু বেশিই জানেন। যে ৪৬ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের অবস্থান নিশ্চিত করা হবে।

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানকে চাইলে তিনি বলেন, আমি যতটুকু আন-অফিশিয়ালি জানতে পেরেছি উনি সম্ভবত দিল্লিতেই আছেন।

বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ট্যাটাস (শ্রেণি) জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, মাত্র খবরটা এসেছে। সামনে হয়ত আপডেট পাব। বিস্তারিত আসলে হয়ত জানাতে পারব।

আজ দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন