24 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

লেবানন থেকে ছোঁড়া রকেট ঠেকাতে পারেনি ইসরায়েল

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নতুন এক অধ্যায় শুরু করছে তারা। এরপরই জভুলুনের উপকূলীয় এলাকায় রকেট হামলা করেছে গোষ্ঠীটি। এসব রকেটের বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যা ইসরায়েলের সামরিক বাহিনীও (আইডিএফ) স্বীকার করেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে শক্তিশালী রকেট দিয়ে লেবানন ইসরায়েলে হামলা চালায়। তারা বন্দর নগরী হাইফার উত্তরে অবস্থিত উপকূলীয় এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করে।

টেলিগ্রামে দেওয়া আপডেটে হিজবুল্লাহ জানায়, তারা প্রথমবারের মতো ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যেখানে তারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যাতে তারা সফলও হয়েছে।

পরে বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, আজ সকালে হাইফা উপসাগর, আপার গ্যালিলি ও পশ্চিম গ্যালিলিতে সাইরেন বেজে উঠে। সেখানে আঘাত হানা রকেট লেবানন থেকে ছোড়া হয়। প্রায় ১৫টি রকেট শনাক্ত করে প্রতিরোধের চেষ্টা করে তারা। কিন্তু কিছু আটকানো গেলেও বাকিগুলো আঘাত হানে। এ ছাড়া রাতে ইসরায়েলি সামুদ্রিক অঞ্চলের অভ্যন্তরে উপকূল বরাবর একটি ড্রোন ভূপাতিত করে জব্দ করেছে তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন