24 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

যেসব রাজনৈতিক দলের সঙ্গে আজ বসছেন প্রধান উপদেষ্টা

বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আজ শনিবার (১৯ অক্টোবর) সংলাপে বসবে অন্তর্বর্তী সরকার। চলমান সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ এসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় সরকারের আরও কয়েকজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে একটি সূত্র জানিয়েছে।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে এবং রাজনৈতিক দলগুলোর মতামত জানতে আজকের সংলাপ হবে।

সাতটি রাজনৈতিক দলের সঙ্গে আজ শনিবার সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ দিন বিকেল ৩টায় হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় এই সংলাপ শুরু হবে। 

আজকের সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলগুলো হলোঃ গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, বিজেপি ও লেবার পার্টি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন