26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ছাত্রদল নেতা আবিদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদের হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকালে  চট্টগ্রাম মেডিকেল কলেজের নিজস্ব মিলনায়তনে এই সমাবেশ বক্তারা বলেন,  ২০১১ সালের ১৯ অক্টোবর ছাত্রলীগের সন্ত্রাসী মফিজুর রহমান জুম্মা ও সোহেল পারভেজ সুমনের নেতৃত্বে একদল ক্যাডার কেবলমাত্র ছাত্রদল করার অভিযোগে আবিদকে কলেজ ছাত্র সংসদে ধরে নিয়ে যায়। সেখানে তাকে নির্মমভাবে টর্চার করে সন্ত্রাসীরা। 

একাধিকবার নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় ২১ অক্টোবর চমেক হাসপাতালে মারা যান আবিদ। এ ঘটনায় নিহতের মামা মামলা করলেও আসামিরা সবাই খালাস পেয়ে যায়। বক্তারা, এই ঘটনার সাথে যুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ডা. তৌকির আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চমেক অধ্যক্ষ ডা. মোহাম্মদ জসিম উদ্দিন।

সমাবেশের পর হাসপাতালের মূল ফটকের সামনে মানববন্ধন করে চমেক শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন