ভৈরব নদে খনন ও পরিষ্কারের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ পুন:খননের পরও নদের অবস্থা শোচনীয়, মাছ সংগ্রহে বিপাকে জেলেরা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, কাজে কোন অনিয়ম হয়নি।
মৃত প্রায় মেহেরপুরের ভৈরব নদ পূর্ণ খননের পর, রক্ষণাবেক্ষণের অভাবে কচুরিপানা ও আগাছায় নদের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যা কাটিয়ে উঠতে পূর্ণ প্রকল্প গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড।
চলতি বছরে ১৪ কিলোমিটার পলি ও কচুরিপানা অপসারণের জন্য ব্যয় ধরা হয় ৪ কোটি ৮৭ লাখ টাকা। দায়িত্ব পায় চট্টগ্রামের ইউনুস এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে স্থানীয়দের অভিযোগ নাম মাত্র অসপসারণের কাজ হয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের কোন তথ্য দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। কাজে কোন ফাঁকি নেই, বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
সরকারি কোটি কোটি টাকা তসরুপে ক্ষোভ প্রকাশ করেছেন ভৈরব পাড়ের অনেকেই, দ্রুত এই সমস্যার প্রতি কর্তৃপক্ষ কড়া নজর দিবে এই প্রত্যাশা স্থানীয়দের।