রাষ্ট্রপতির পদত্যাগ এবং সারাদেশ আওয়ামীলীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
আজ বুধবার (২৩ অক্টোবর) বিকালে নগরীর বড়পুল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আগ্রাবাদ এক্সেস রোড বেপারি পাড়া এসে শেষ হয়
জেলার ডবলমুরিং থানাধীন ওয়ার্ড যুবদল এই সমাবেশের ডাক দেয়। সমাবেশে বক্তারা রাষ্ট্রপতির পদত্যাগ সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান।
তারা বলেন, প্রশাসনে ভেতর ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষররা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। যুবদল নেতাকর্মীরা এই ব্যাপারে সজাগ রয়েছে।