22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

তুরস্কে সন্ত্রাসী হামলা, বেশ কয়েকজন হতাহত

ভূমধ্যসাগরীয় দেশ তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক কোম্পানি তার্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন মানুষ আহত ও নিহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, আঙ্কারায় কাহরামানকাজানে তুর্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে সন্ত্রাসী হামলা হয়েছে। তবে তিনি হামলা নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

স্থানীয় মিডিয়ায় প্রচারিত দৃশ্যে আঙ্কারার প্রায় ৪০ কিলোমিটার উত্তরের শহর কাহরামানকাজানের সাইটে বিশাল কালো ধোঁয়া ও আগুন দেখা গেছে। মিডিয়াগুলো ঘটনাস্থলে একটি প্রচণ্ড বিস্ফোরণের খবর এবং সেখানে গুলি বিনিময়ের ফুটেজ দেখিয়েছে। তবে এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। 

বার্তাসংস্থা আনাদোলু জানায়, ঘটনাস্থলে জরুরি উদ্ধার সংস্থার সদস্যদের পাঠানো হয়েছে।  

টুসাস তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এবং বিমান চলাচলকারী কোম্পানি। যা দেশের প্রথম জাতীয় যুদ্ধ বিমান খান উৎপাদন করে থাকে। ইস্তাম্বুলে প্রতিরক্ষা এবং মহাকাশ শিল্পের জন্য বড় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হওয়ার সময় এই বিস্ফোরণটি ঘটেছে। এই সপ্তাহে ইউক্রেনের শীর্ষ কূটনীতিক ওই মেলা পরিদর্শন করেছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন