26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৪ বছর বয়সী শিশু মো. মুসার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের সোনাপুর চৈতাইল্লা দিঘির পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসা রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দার আলী বেপারী বাড়ির শাহাদাত হোসেন আক্তারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সড়কের পাশেই মুসাদের বাড়ি। ঘটনার সময় মুসা বাড়ি থেকে সড়কের পাশে থাকা দোকানের উদ্দেশ্যে বের হয়। এ সময় সে সড়ক পাড় হতে গেলে লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী মাল বোঝাই (চট্ট মেট্রো-ট-১১-৭৮৯৩) ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকার সাথে পিষ্ট হয়ে মুসার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। 

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন