ঢাকা টেস্টে টাইগার ব্যাটারদের হয়ে একমাত্র সেঞ্চুরি দেখা পেতে যাচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ। আগের দিন ব্যাক্তিগত ৮৭ রানকে চতুর্থ দিনে আর সেঞ্চুরিতে রুপ দেয়া যায়নি। মিরাজ থামেন ৯৭ রানে। তাই ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে মিরাজ শুনান সেঞ্চুরি মিসের আক্ষেপের কথা।
প্রোটিয়াদের বিপক্ষে ঢাকা টেস্ট হারে টাইগারদের টপ অর্ডার ব্যাটারদের দায়টাই বেশি। তাই মিরাজের চাওয়া মমিনুল- শান্তদের ব্যাটে একটা জুটি।
প্রোটিয়াদের বিপক্ষে শান্তরা ১ম ইনিংসেই পড়ে যায় বিপাকে। সেখান থেকে মিরপুর টেস্টে আর ফেরা হয়নি।
রাজনৈতিক বৈরিতায় সাকিব আল হাসানের খেলা হয়নি এই টেস্টে। তবে সাকিবের অর্জনের কথা সরণ করিয়ে সবাইকে সাকিবের পাশে থাকার আহবান মিরাজের।