বাজারে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ-আলু। ১ কেজি চালের দামে মিলছে না ১ কেজি আলু্। সবজির বাজার নিন্মমুখী হলেও এখনো আসেনি ক্রেতা নালাগে। বৃষ্টির অযুহাতে ফের চাঙ্গা মাছ মাংসের বাজার। গরুর মাংস কেজিতে বেড়েছে ৫০ টাকা। বাজার মনিটরিংয়ের দাবি ক্রোতাদের।
শুল্ক কমানোর সুফল নেই পেঁয়াজ ও আলুর বাজারে। সপ্তাহ ব্যবধানে ১০ টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। আর ৫ টাকা বৃদ্ধি পেয়ে আলুর কেজি ষাট টাকা।
সপ্তাহে ব্যবধানে সবজির বাজার খানিকটা নিন্মমুখী হলেও এখনো ফিরেনি স্বস্তি। বেগুন,টমেটো,শিম,গাজর সহ অধিকাংশ সবজি এখনো শতকের ঘরে। বেগুন প্রতি কেজি ১৫০ টাকা,টমেটো ২১০ টাকা,শিম,গাজর ১৬০ টাকা। নিরুপায় সাধারণ মানুষ।
বৃষ্টির অযুহাতে ফের চড়া মাছ মাংসের বাজার। বোয়াল কেজি প্রতি হাজার টাকা,রুই- কাতলা ৩৫০ টাকা,চিংড়ি ৭৫০টাকা। আমদানি সংকটে কেজিতে ৫০ টাকা বেড়েছে গরুর মাংস ৭৫০ টাকা। তবে মুরগীর বাজার কিছুটা সহনীয়। দেশী ৫১০ টাকা,সোনালী ৩২০ টাকা,পোল্ট্রি ২০০ টাকা।
ডিমের বাজারে স্বস্তি ফিরলেও নতুন করে দেখা দিয়েছে আমদানি সংকট। আমদানি বাড়াতে ভাঙ্গতে হবে সিন্ডিকেট বলছেন ক্রেতারা।