22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার মিরপুরে জাহাঙ্গীর (২৫) নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

শ‌নিবার (২৭ অ‌ক্টোবর) দিবাগত রাত ২টার দি‌কে উপজেলার আমবা‌ড়িয়া ইউনিয়‌নের নতুন সুতাইল গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।

গণপিটুনির শিকার হয়ে মারা যাওয়া যুব‌কের নাম জাহাঙ্গীর আলম (২৮)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগন্জ ফকির পাড়া গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শ‌নিবার দিবাগত রাত ২টার দি‌কে মিরপুর উপ‌জেলার আমবা‌ড়িয়া ইউনিয়‌নের নতুন সুতাইল গ্রা‌মের আমিরু‌লের ঘরে এক‌টি সংঘবদ্ধ দল চুরি করার সময় বা‌ড়ির লোকজন টের পে‌য়ে যায়। এ সময় চোর চক্রের সদস্যরা পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা ক‌রে। তখন পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয় জনগণ বা‌ড়ি থে‌কে প্রায় দেড়শ গজ দু‌রে নতুন পাড়া ডাঙ্গা মা‌ঠের ভেতর থে‌কে জাহাঙ্গীর‌কে ধরে ফেলে। পরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন