অবশেষে ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। টানা ৩ দিনের উত্থানে বাড়ছে বিনিয়োগকারীদের প্রত্যাশা। তবে লেনদেন বৃদ্ধির মন্থর গতিতে পুরোপুরি চাঙ্গা হতে পারছে না শেয়ারবাজার।
টানা পতনে বিনিয়োগকারীদের অস্থিরতা যত বাড়ছিল তত ঘন হচ্ছিল বিনিয়োগকারীদের আন্দোলনের মাত্রা। অবশেষে সরকারের ইতিবাচক পদক্ষেপে গেল ৩ দিনে সূচক বেড়েছে ৩শ পয়েন্ট। প্রত্যাশিত গতি না পেলেও ৩শ কোটি থেকে দৈনিক লেনদেন উঠে এসেছে সাড়ে ৫শ কোটির ঘরে।
দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে যে আস্থা সংকট তৈরি হয়েছিল তা ধীরে ধীরে কাটছে। বাজারে সক্রিয় হচ্ছেন নিষ্ক্রিয় থাকা বিনিয়োগকারীরা। তাঁদের আশা, বিএসইসির পদক্ষেপে পুঁজিবাজারের গতি বাড়বে বহুগুণ।
সূচক কমলে যে হারে ধস নামে, বাড়ার ক্ষেত্রে গতি পায় না শেয়ার দর। তাই টিকে থাকতে নতুন বিনিয়োগে লোকসান সমন্বয়ের পথ বেছে নিয়েছেন স্মার্ট বিনিয়োগকারীরা। অর্থ সংকটে থাকা ক্ষতিগ্রস্তদের তাই একমাত্র ভরসা শেয়ারবাজারের ধারাবাহিক ঊর্ধ্বগতি।
টিএ/