ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়ঘড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালযের সাময়িক বরখাস্তকৃত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগমকে সাতদিনের মধ্যে চুড়ান্তভাবে বরখাস্তের দাবি জানিয়ে মানববন্ধন করে অভিভাবকরা।
আজ রবিবার (০৩ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক ছাড়াও নয় গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেন তাঁরা।
মানববন্ধন থেকে বক্তব্য দেন আব্দুর রহিম মিয়া, মো. নান্নু মিয়া, মো. মোরশেদ আলম, সহিদুল ইসলাম, মাসুম মিয়া, তাজুল ইসলাম, মোঃ তাহের মিয়া খন্দকার, আবুল বাশার, জোসনা আক্তার, আনোয়ার হোসেন, ফজু মিয়া, ইয়ার হোসেন, আবুল হোসেন, করিম মিয়া, তাহের মিয়া, মামুন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ছয়ঘড়িয়া গ্রামের মরহুম মোবারক হোসেনের দান করা এক কোটি টাকার ভূমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। মোবারক হোসেন বিদ্যালটির তিন মেয়াদে সভাপতি ছিলেন। অথচ শিক্ষক সেলিনা বেগম মোবারক হোসেনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। গত ১০ জুলাই তিনি স্ট্রোক করে মারা যান। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে খারাপ আচরণ করতেন। বিদ্যালয়টিকে তিনি ধ্বংসের পথে নিয়ে গেছেন। ছাত্রছাত্রীরও তাকে চায় না।
বক্তারা আরও বলেন, এই বিতর্কিত শিক্ষক এখন আবারও বিদ্যালয়ে যাওয়ার পায়তারা করছেন। তিনি বিদ্যালয়ে গেলে এবং কোনো দূর্ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব এলাকাবাসী নিবে না। প্রশাসনকেই এর দায়-দায়িত্ব নিতে হবে।
উল্লেখ্য, বিদ্যালয়ে তৎকালীন মানেজিং কমিটির বিভিন্ন অভিযোগে গত ৫ জুলাই সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে ও সহকারি শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।