25 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

খেলা চলাকালে বজ্রপাতে মাঠেই ফুটবলারের মৃত্যু

আবহাওয়া খারাপ বলেই মাঠ ছেড়ে যাচ্ছিলেন দুই দলের ফুটবলাররা। যেন দূর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন না পেরুর ক্লাব জুভেন্ত্রুদ বেয়াভিস্তার এক ফুটবলার। ড্রেসিংরুমে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হয়েছে বেয়াভিস্তার ডিফেন্ডারের। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও একজন। এ ঘটনায় দেশটির ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। দ্য সানের প্রতিবেদনে জানা যায়, ম্যাচ চলাকালীন  বজ্রপাতে একজন ফুটবলার তাৎক্ষণিক নিহত হন এবং পাঁচজন গুরুত্বর আহত হয়েছেন।

পেরুর দুই ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল হুয়ানকায়ো শহরে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে জানা গিয়েছে, ম্যাচের সময়ে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। এ ছাড়া ঝড়ের কারণে বাধ্য হয়ে রেফারি দু’দলকে নির্দেশ দেন তখনকার মতো মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যেতে।

ফুটবলাররা সাজঘরে ফেরার সময়ই বজ্রপাতে মৃত্যু হয়েছে ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ়‌ মেসার নামের এক ফুটবলারের। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান। তার আশেপাশে থাকা জনা পাঁচেক ফুটবলারও একই ভাবে পড়ে যান।

পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি। হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত সে কারণেই মৃত্যু হয়েছে তার। আগেও পেরুতে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৪ সালে একটি ফুটবল ম্যাচে স্পোর্ট আগুইলা ক্লাবের হোয়াও কনত্রেরাস বজ্রপাতে আহত হন। তবে তিনি বেঁচে গিয়েছিলেন।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন