21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১২, ২০২৫

মাগুরায় নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে সমাবেশ

চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং গরীব মেহনতি মানুষকে আর্মি রেটে রেশন বরাদ্দ করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মাগুরা জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সদস্য হিমাংশু দেব বর্মন, বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মূল্যবৃদ্ধি অসহনীয় পর্যায়ে এসে ঠেকেছে। এখনও আওয়ামী লীগ আমলের মতোই শুল্ক হ্রাস করেও পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। ব্যবসায়ী সিন্ডিকেট আগের মতোই শক্তিশালী।

বক্তারা বলেন, নিত্যপণ্যের মূল্য কমানোর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে বাকি সব কাজ করতে হবে। এই অভ্যুত্থানে অসংখ্য শ্রমজীবী মানুষও অংশগ্রহণ করেছেন, প্রাণ দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আওয়ামী লীগ শাসনে তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। সেই শ্রমজীবী-মেহনতি মানুষদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা অভ্যুত্থানের প্রথম কর্তব্য হওয়া উচিত। দরিদ্র-নিম্নবিত্ত জনসাধারণের জন্য দ্রুত রেশনের ব্যবস্থা করা দরকার বলে জানান বক্তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন