23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বরগুনায় ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি

বাজার সিন্ডিকেট ভেঙ্গে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে ‘যে দামে ক্র‍য় সে দামেই বিক্রয়’ – এই স্লোগান সামনে রেখে বরগুনায় ইয়ুথ ক্লাব ফর বাংলাদেশ এর পক্ষ থেকে চালু হয়েছে বিনা লাভের বাজার।

আজ (মঙ্গলবার) সকালে বরগুনা কাঁচাবাজার সংলগ্ন রাস্তায় প্রয়োজনীয় জিনিষপত্র অতিরিক্ত মূল্যে বিক্রয় বন্ধে এই বিকল্প বাজারের উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা।

বাজারে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র অতিরিক্ত মূল্যে বিক্রয় করছে। এতে নিম্ন আয়সহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা না থাকায় ইয়ুথ ক্লাব ফর বাংলাদেশ বরগুনায় এই ন্যায্য মূল্যের বাজার চালু করে। এখান থেকে সবাই প্রতিদিনের চাহিদা মোতাবেক সয়াবিন তেল, ডাল, আটা, আলু, পিয়াজসহ নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন।

ইয়ুথ ক্লাব ফর বাংলাদেশ-এর বরগুনা জেলার সমন্বয়ক মোঃ আশরাফুল ইসলাম শুভ নাগরিক টেলিভিশনের বরগুনা প্রতিনিধিকে বলেন, সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে ইয়ুথ ক্লাব ফর বাংলাদেশ সারাদেশের ন্যায় বরগুনাতেও এই কার্যক্রম শুরু করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন