21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

সদ্য ঘোষিত কুষ্টিয়া জেলা বিএনপির আহবয়াক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিত ও ত্যাগী নেতারা।

আজ বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সভাপতিত্বে শহরের পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, সহসম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বিএনপির নবগঠিত কুতুব উদ্দিন ও জাকির সরকারের কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি ঘোষণার জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা। সমাবেশ শেষে কমিটি বাতিলের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুরে শেষ হয়। মিছিলে সহশ্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন