যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্পের কাছে নিজের পরাজয় মেনে নিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কমলা।
বুধবার (৬ নভেম্বর) ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে বক্তব্যকালে কমলা হ্যারিস বলেন, আজ আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। তাকে বলেছি, আমরা তার দলকে ক্ষমতা হস্তান্তরে সহায়তা করবো। আমাদের দেশে নির্বাচনে পরাজিত হলে তা মেনে নেওয়া আমাদের গণতন্ত্রের মূল নীতি।
এসময় কমলা হ্যারিস তার সমর্থকদের হতাশ না হতে আহ্বান জানান। তিনি বলেন, এখন হতাশার নয়, আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার সময়। স্বাধীনতা ও ন্যায়বিচারের স্বার্থে সংগঠিত হওয়া এবং সম্পৃক্ত থাকার সময়।
যুব সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিধ্বস্ত হওয়া স্বাভাবিক, তবে সবকিছু ঠিকঠাক হবে। আমরা যখন লড়ি, আমরা জিতি—এমনটা সব সময়ই হতে পারে না। তবে এর মানে এই নয় যে আমরা হেরে যাবো।
নির্বাচন হয়েছে গতকাল মঙ্গলবার। তবে ট্রাম্প কাল-পরশু, এক সপ্তাহ বা এক মাস পরও ক্ষমতা গ্রহণ করবেন না। প্রেসিডেন্টের দায়িত্ব পেতে তাকে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ২০ জানুয়ারি পর্যন্ত।
ঐদিন আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এছাড়া সেদিনই প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজে উঠবেন ট্রাম্প। অপরদিকে হোয়াট হাউজ ছেড়ে চলে যাবেন জো বাইডেন।
শপথ গ্রহণের আগে ইলেক্টোরাল কলেজের প্রক্রিয়াটি শুরু হবে। জনসংখ্যার ভিত্তিতে রাখা ইলেক্টোরাল কলেজের মাধ্যমেই মুলত প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। যে প্রার্থী যে রাজ্যে সর্বোচ্চ ভোট পান তিনি ওই রাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোট পেয়ে থাকেন। আগামী ১৭ ডিসেম্বর এক বৈঠকের মাধ্যমে ইলেক্টোরাল কলেজ ভোটের বিষয়টি চূড়ান্ত করা হবে।
এরপর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার নতুন সদস্যরা ২০২৫ সালের ৬ জানুয়ারি বৈঠকে বসবেন। সেখানে আনুষ্ঠানিকভাবে ইলেক্টোরাল কলেজ ভোট গণনা ও নতুন প্রেসিডেন্টের নাম চূড়ান্ত করা হবে।
আরও পড়ুন
ট্রাম্প নাকি কমলা, কোন দেশের সমর্থন কোন দিকে?
আমি নাৎসি নই, আসল ফ্যাসিস্ট কমলা: ট্রাম্প
ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বলছেন কমলা-ট্রাম্প