25 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

হাঁস-মুরগী, সবজির খামার করে বছরে ৩০ লাখ টাকা আয় করেন পিংকি!

লোকমান হোসেন,চরফ্যাশন ,ভোলা

ভোলার জেলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের গৃহিণী পিংকি হাঁস, মুরগী ও সবজির খামার করে বছরে ২৫ লাখ টাকা আয় করেন।

পিংকি রসুলপুর ডিগ্রি কলেজ থেকে বিএসসি পাশ করে, চাকরির পিছনে না ঘুরে ৫শত মুরগী দিয়ে শুরু করেন খামার। বর্তমানে তার খামারে মুরগীর সংখ্যা ২৪ হাজার।

প্রথমে হাঁস আর মুরগী দিয়ে খামার শুরু করলেও বর্তমানে মাছ, সবজির খামারের পাশাপাশি পার্লার,সমবায় প্রতিষ্ঠান, কিস্তি ভিত্তিক আবাসনপ্রল্পসহ একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি।

পিংকি বলেন, বর্তমানে আবুবকর ও ফকিরহাটে ৮ একর জমিতে তার খামার রয়েছে। এখানে শীতের সবজি, মৌসুমি ফল ফলাদি চাষাবাদ করেন তিনি। পরিকল্পিতভাবে বছরে ২বার মাছ চাষ করেন তিনি।

এইচএসসি পরীক্ষায় পাশ করে প্রথমে শখের বশে মুরগী পালন করা পিংকিই এখন হয়ে গেছেন সফল খামারী। সংস্থা কিংবা সরকারি কোন প্রতিষ্ঠান থেকে নেননি প্রশিক্ষণ। ইউটিউব দেখে দেখে শুরু করেন হাস মুরগী খামার।

তিনি আরও বলেন, আমি চাই কেউ চাকরির পিছনে না ঘুরে, নিজে সামান্য যে পূঁজি আছে, তা দিয়ে কিছু একটা করুক।
যেটা তার পছন্দ। একদিন সফল হবে ইনশাআল্লাহ। আমি চাকরি করলে কত বেতন পেতাম, বর্তমানে আমার মাসিক আয় ৩/৪ লাখ টাকা। প্রায় ৫৪জন স্টাফ আমার তিনটা প্রতিষ্ঠানে জব করে। আমি নিজে ও স্টাফসহ ঢাল ভাত খেতে পারছি, এটাই শান্তি আলহামদুলিল্লাহ । তাছাড়া বছরের ৩০ লাখ টাকা আয় করছি। নিজের একটা সুন্দর চার চাকার গাড়িও রয়েছে।

এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা রোকুনুজ্জামান বলেন, আবুবকরপুর ইউনিয়নের পিংকি একজন সফল নারী উদ্যেক্তা। তিনি নিজ থেকে সবজিসহ বিভিন্ন খামার করে আজ লাখ লাখ টাকা আয় করছেন। চরফ্যাশনের যে কেউ চাইলে, তার মত সফল হতে পারেন। আমাদের কোনো সহায়তা চাইলে, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে সহায়তা করবো।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন