23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

লেবানন থেকে মঙ্গলবার ফিরবেন আরও ৯৫ প্রবাসী

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে মঙ্গলবার (১২ ন‌ভেম্বর) নবম দফায় দেশে ফিরবেন আরও ৯৫ জন প্রবাসী।

শুক্রবার (৮ ন‌ভেম্বর) স্থানীয় সময় রা‌তে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এমন ৯৫ বাংলা‌দে‌শিকে আগামী মঙ্গলবার বৈরুত থে‌কে দুবাই হ‌য়ে দেশে নেওয়া হবে। তারা ওইদিন সকা‌লে বৈরু‌তের র‌ফিক হা‌রি‌রি আন্তর্জা‌তিক বিমানবন্দর থে‌কে সকাল ৭টা ২০ মি‌নিটে রওনা হয়ে রাত ১১টা ২০ মি‌নি‌টে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

লেবানন থেকে এখন পর্যন্ত ৫২১ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরেছেন। চতুর্থ দফায় ফিরেছেন ৩০ জন। পঞ্চম দফায় ফিরেছেন ৩৬ জন। ষষ্ঠ দফায় ৫২ জন দেশে ফিরেছেন। ৩ নভেম্বর সপ্তম দফায় ৭০ জন বাংলাদেশি ফেরত এসেছেন।  

এছাড়া অষ্টম দফায় ৫ নভেম্বর আরও ১৮৩ জন প্রবাসী দেশে ফিরেছেন।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন