22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

তিনমাস পর রাজপথে প্রতিবাদী সমাবেশের ঘোষণা আওয়ামী লীগের

তিনমাস পর রাজপথে জড়ো হয়ে প্রতিবাদী সমাবেশের ঘোষণা দিয়েছে গণঅভ্যুত্থানের মুখে সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ। আগামীকাল ১০ নভেম্বর রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বিকাল তিনটায় এই সমাবেশের ডাক দিয়েছে তারা। এমনকি সমাবেশে আসার সময় কীভাবে আসতে হবে সে বিষয়ে নির্দেশনাও দেয়া হয়েছে নেতাকর্মীদের।

এই সমাবেশ ঘিরে সরকারের তরফ থেকেও কড়া হুঁশিয়াড়ি দেওয়া হয়েছে। এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম জানান, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। বাংলাদেশে তাদের কোন সমাবেশের অনুমতি দেয়া হবে না।

এই সমাবেশ ঘিরে ভারতে পলাতক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে সমাবেশে যেন ট্রাম্পের ছবি ব্যবহার করা হয়। যদিও এই অডিও ক্লিপকে ফেইক বা বানোয়াট বলছে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যম উইং। নাগরিক এটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পরেনি।

কিন্তু দলটির শীর্ষ প্রায় চারশো নেতা যেখানে পলাতক সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই আহবান কতটা সাড়া ফেলতে পারে জনগনের মাধ্যমে সেই প্রশ্ন উঠেছে।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ ও টেলিগ্রাম চ্যানেলে পাঠানো পোস্টে লেখা হয়েছে, ‘১০ নভেম্বর আসুন – নূর হোসেন চত্তরে – জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকা। আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যহত করার চক্রান্তের বিরুদ্ধে। অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন’।

১০ নভেম্বর ‘শহীদ নূর হোসেন দিবস’। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নূর হোসেন। দিবসটিতে বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করে থাকেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে এবার প্রথমবারের মতো দিবসটিতে মাঠের কর্মসূটি ঘোষণা দিলো আওয়ামী লীগ।

এসব পোস্ট আওয়ামী লীগ নেতা ও পলাতক সাবেক মন্ত্রীরাও শেয়ার করছেন। আরও একটি পোস্টে বলা হয়েছে, নেতাকর্মীরা জিরো পয়েন্ট আসার পথে বাধার মুখোমুখি হতে পারে। মোবাইলে যাতে কোন ধরনের আওয়ামী লীগের কোন বিষয়াদি না থাকে এবং সবাই যেন একা একা আসে। একত্রিত হয়ে কোন ধরনের মিছিল স্লোগান দিয়ে না আসতে বারন করা হয়েছে।

সামাজিক মাধ্যমে এই পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়, আওয়ামী লীগ এখন ফ্যাসিস্ট পার্টিতে রুপ নিয়েছে। আর বাংলাদেশে ফ্যাসিস্ট দলকে কোন সভা সমাবেশ করার অনুমতি দেয়া হবে না। কেউ যদি এই ধরনের সভা সমাবেশ করতে চায় তাহলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করবে। অন্তর্বর্তীকালিন সরকার যেকোন ধরণের সংহিসতা কিংবা আইন-শৃঙ্খলার অবনতি ঘটে এমন কোন কর্মকান্ড সহ্য করবে না।

আরও পড়ুন ট্রাম্প জিতলে আওয়ামী লীগের লাভ কী?

ভারতে পালিয়ে বেকায়দায় আওয়ামী লীগের নেতারা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন