শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ৮ আগস্ট। দায়িত্ব নেয়ার তিন মাসের মাথায় নতুন করে উপদেষ্টা পরিষদে আরও ৩ জন যুক্ত হচ্ছেন।
রবিবার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দায়িত্ব পেতে যাওয়া নতুন উপদেষ্টারা রবিবার সন্ধ্যায় শপথ নিতে পারেন বলে জানা গেছে। উপদেষ্টাদের দুই-একটা মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।
এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন। ৮ আগস্ট শপথ নেয় ১৭ উপদেষ্টা। পরে আরো চারজন যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের আকার ধারণ করেছে ২১ জন। নতুন করে আরো তিনজন উপদেষ্টা পরিষদে যুক্ত হলে ২৪ জনে দাঁড়াবে।
জানা গেছে, সন্ধ্যায় শপথ নিবেন ৩ জন। প্রথমে ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ড. সায়েদুর রহমান ও মাহফুজ আলম-এর নাম জানা গেলেও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
টিএ/