28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শেয়ারবাজার

মুক্তি পাচ্ছে অবরুদ্ধ বিও 

দীর্ঘদিন আটকে থাকার পর শেয়ারবাজারে অবরুদ্ধ বিও খুলে দিতে কাজ করছে বিএসইসি। তারল্য সংকট কাটানোর পাশাপাশি বাজারের গতি ফেরাতে জব্দ করা অ্যাকাউন্টগুলো সক্রিয় করবে নিয়ন্ত্রক সংস্থা। তবে অনিয়মের প্রমাণ পেলে নেওয়া হবে আইনানুযায়ী ব্যবস্থা।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান পর্ষদ দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক ইস্যুতে সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ তাদের পরিবারবর্গের বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট জব্দ করা হয়।

এছাড়া বেশকিছু সিকিউরিটিজ হাউজের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালকের বিও জব্দের পাশাপাশি দেওয়া হয় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা। তবে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবায়েত-উল-ইসলাম, আবুল খায়ের হিরু, বিএমবিএর সাবেক সভাপতি ছায়েদুর রহমানের অ্যাকাউন্ট জব্দ করার পর বেশ বড় ধাক্কা খায় শেয়ারবাজার।

বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করে রাখায় গেল তিন মাস ধরে তৈরি হয় নানা সমস্যা।

মুক্তি পাচ্ছে অবরুদ্ধ বিও

এদিকে নানা মহলের পরামর্শে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে অবরুদ্ধ বিও। প্রাথমিকভাবে খুলে দেওয়ার প্রক্রিয়া চললেও পরবর্তীতে প্রমাণ পেলে নেওয়া হবে আইনী ব্যবস্থা।

আরও পড়ুন- শেয়ার বাজারে চার কৌশলে আইসিবির কারসাজি 

আরও পড়ুন- শেয়ারবাজারের জঞ্জাল পরিষ্কারে বিএসইসির তাড়াহুড়া

অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখায় শেয়ারবাজারে যে নেতিবাচক প্রভাব পড়েছে তাতে পুঁজি হারিয়ে নি:স্ব হয়েছেন অনেক বিনিয়োগকারী। বাজারে নেতিবাচক প্রভাব এমন সিদ্ধান্তের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাকে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন