25 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখল করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে আটটা থেকে সিটি কর্পোরেশনের একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনসহ অন্যান্য দাবিতে এই কর্মসূচি পালন শুরু করে।

ফলে ঐ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, মহানগরীর গাজীপুরা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে জড়ো হন।

গাজীপুরে শ্রমিক অবরোধ। ছবি: সময় টিভি
শ্রমিক অবরোধ। ছবি: সময় টিভি

উল্লেখ্য, বকেয়া বেতনের দাবিতে গত শনিবার থেকে টানা তিনদিন ঢাকা-ময়মনসিংহ মহসড়ক দখলে রাখেন শ্রমিকরা। সোমবার রাত সাড়ে দশটার দিকে তারা এই কর্মসূচি প্রত্যাহার করলে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী বাটাগেট এলাকা থেকে সরে যান। এখন শ্রমিকরা আছেন বাঘের বাজার এলাকায়। আন্দোলনরত পোশাক শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করছে শিল্প পুলিশ।

আরও: গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অচল মহাসড়ক, যাত্রীদের দুর্ভোগ
দেখুন: শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন