আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে যানজট কমাতে ও বন্দরের কার্যক্রমের সক্ষমতা বাড়াতে নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নৌ-পরিবহন ও শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এই কার্গো ইয়ার্ড উদ্বোধন করেন।
বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, এর কার্গোতে ভারতীয় ট্রাকও রাখা যাবে। তবে বাংলাদেশী ট্রাক অগ্রাধিকার পাবে। এই কার্গো ইয়ার্ড নির্মাণে ৩২৯ কোটি টাকা ব্যয় হয়েছে বলেও জানা যায়।