আমন ধান বাজারে আসলে চালের দাম কমবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য ভবনে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
খাদ্য উপদেষ্টা জানান, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। আগামী ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এ বছর সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল, সাড়ে তিন লাখ মেট্রিক টন ধান এবং এক লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, গত বছর চাল কেনা হয়েছিল প্রতি কেজি ৪৪ টাকা, এবার তিন টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা। গত বছর ধান সংগ্রহ করা হয়েছিল ৩০ টাকা কেজি দরে, এবার বাড়িয়ে ৩৩ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এবার আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম। ফলে বলা যায়, বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে।
টিএ/
আরও পড়ুন: শেয়ারবাজারে কারেকশন: দর বৃদ্ধিতে ওরিয়নের দাপট
দেখুন: হুমায়ুন আহমেদের জন্মদিনে নুহাশপল্লীতে ভক্তদের শুভেচ্ছা