22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলো বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়ার জোট

শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)। আজ শুক্রবার (১৫ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশনের হালানাগাদ ফলাফলে এই তথ্য জানা গেছে।

গতকাল অনূঢ়া বলেছিলেন, ‘আমরা একটি শক্তিশালী পার্লামেন্ট গঠনের জন্য জনরায় (ম্যান্ডেট) পাওয়ার আশা করছি। আমরা আত্মবিশ্বাসী যে জনগণ আমাদের এই ম্যান্ডেট দেবে।’

গতকাল শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচন হয়। পার্লামেন্টের আসনসংখ্যা ২২৫। এর মধ্যে ১৯৬ আসনে সরাসরি ভোট হয়। বাকি ২৯টি ‘জাতীয়ভিত্তিক আসন’।

Dissanayake was elected on a promise to combat corruption and restore stability. BBC

দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা ফলাফলের তথ্য অনুযায়ী জানা গেছে, ১৯৬ আসনের মধ্যে বামপন্থী এনপিপি ১৩৭ টিতে জয় পেয়েছে। অর্থাৎ, তারা প্রায় ৬২ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে, এনপিপি জোটের প্রধান প্রতিপক্ষ সমাগি জনা বালাবেগায়া (এসজেবি) ৩৫টি আসনে জয় পেয়েছে।

এনএ/

আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন বামপন্থী অনূঢ়া
দেখুন: সংসদ নির্বাচন হবে ব্যালটে, পাঁচ সিটির তফসিল ঘোষণা
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন