বাজারে সয়াবিন তেলের ঘাটতি তৈরি হয়েছে। ফলে বিপাকে ভোক্তারা। এদিকে, বাড়তি পেঁয়াজ আর আলুর দাম। যদিও, সবজির দাম কিছুটা কমেছে, কারণ বেড়েছে সরবরাহ।
মিল মালিকরা সয়াবিন তেলের দাম বাড়ানোর পায়তারা করছিলো বেশ কয়েক দিন ধরেই। দাম বাড়িয়ে বাজারে নতুন করে পণ্য সরবরাহ বাড়ানোর ফন্দি আটে তারা। তবে, সরকার খুজছিলো দাম না বাড়ানোর পথ।
বাজারে নতুন আলু ওঠতে শুরু করেছে, তবে, দাম কমেনি। বন্যার কারণে এবার নতুন আলু আসছে দেরিতে তাই পুরান আলু প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা। সাধারণ মানুষ বলছে, সরকার তিন মাসেও বাজারে নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ।
পেঁয়াজের দামও বাড়তি। দেশীয় পেঁয়াজ কোথাও কোথাও বিক্রি হচ্ছে ১৪০ টাকার আশেপাশে। যদিও বড় বাজারগুলোতে কিছুটা কম। আর ভারতের পেঁয়াজের সরবরাহ অনেকটা কম। দামই তাই দেশীটার কাছাকাছি।
নিত্যপণ্যের বাজার যখন, অস্বস্তির। তখন সবজির সরবরাহ কিছুটা বেড়েছে। ফলে দাম কিছুটা কমেছে।
এনএ/