বান্দরবানের লামায় সড়ক সম্প্রসারণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ঝিড়ি বালু ও পাহাড়ের মাটি মিশ্রিত মেগাদম দিয়ে চলছে কাজ। নিম্নমানের সামগ্রী হওয়ায় সড়ক কতটা টেকসই হবে তা নিয়ে শঙ্কায় স্থানীয়রা। ।
২০২৩-২৪ অর্থবছরে এলজিইডির অর্থায়নে, তিন কিলোমিটার সড়ক প্রশস্তকরণে কার্যাদেশ পায় জাফর উল্লাহ এন্ড ব্রাদার্স। যার স্বত্বাধিকারী জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন ভূইয়া। তিনি একজন ঠিকাদারও।
ভাল মানের সামগ্রী ব্যবহারের শর্তে মাত্র ৩ কিলোমিটারের সড়কটি সম্প্রসারণে ব্যয় ধরা হয় আড়াই কোটি টাকা। কিন্তু কোন শর্তের তোয়াক্কা না করে, সড়ক সম্প্রসারণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে ঠিকাদার।
স্থানীয়দের অভিযোগ, পাহাড়ের মাটি মিশ্রিত মেগাদম আর নিম্নমানের ইট ও ঝিড়ির বালু ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে ঠিকাদার নাজমুল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। তবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
শুধু এ প্রকল্পই নয়, সব কাজেই দুর্নীতি ও অনিয়ম বন্ধে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগকে ঢেলে সাজানোর পরামর্শ সংশ্লিষ্টদের।
টিএ/