টাঙ্গাইলের মির্জাপুরে একটি জুয়েলারী দোকানে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ ৬৮ লক্ষাধিক টাকা জব্দ করেছে।
বৃহস্পতিবার ৯টা পর্যন্ত মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে এম.আর জুলেয়ারী স্টোর দোকানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ অভিযান চালান।
অভিযান সূত্রে জানা যায়, মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে এম.আর জুয়েলারী স্টোর দোকানের মালিক মজিবর রহমান দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ চোরাচালান করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী ওই স্বর্ণের দোকানে অভিযান চালায়।
এছাড়া পৌরসদরের থানা রোড এলাকায় অবস্থিত মজিবর রহমানের ফ্ল্যাট বাসাতে তল্লাসি করে যৌথবাহিনী। স্বর্ণের দোকান থেকে ৪ টি স্বর্ণেরবার, ১৭২ টি চেইন, আংটি ২৯ টি, বালা ৮টি, কানের দুল ১০ জোড়াসহ সর্বমোট ১০৪ ভরি স্বর্ণ, নগদ ৬৮ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলারী দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএ/