20.7 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ইসলামী শিক্ষা ব্যতীত আন্তরিকতা সৃষ্টি সম্ভব নয়: প্রফেসর মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ইসলামী শিক্ষা ব্যতীত সততা, সত্যবাদিতা, নিষ্ঠা ও আন্তরিকতা সৃষ্টি সম্ভব নয়। তিনি বলেন, একটা জাতির উন্নতির জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষক যদি সৎ-চরিত্রবান হন, তাহলে শিক্ষার্থীরাও সৎ-চরিত্রবান হবে। একটি দেশকে পরিবর্তন করে দিতে হলে সর্বাগ্রে প্রয়োজন সুশিক্ষিত নাগরিক।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়িতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিক) আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী অঞ্চল শিক্ষক ফেডারেশন সভাপতি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, এখন পাঠ্যপুস্তকে কাজী নজরুল, ফররুখ, শেখ সাদি, মুজতবা আলী বা আলিম উদ্দিনের লেখা ছড়া, কবিতা, প্রবন্ধ দেখা যায় না। হিন্দু ধর্মের লেখকদের কবিতা প্রবন্ধ দিয়ে পরিপূর্ণ। আমাদের জাতিকে হিন্দুয়ানীসহ বিজাতীয় শিক্ষা সংস্কৃতির লালন করা হচ্ছে। এমনকি মাদরাসা আর স্কুলের বই একই করে দেওয়া হয়েছে।

বিশেষ অতিথি জেলা উপদেষ্টা অধ্যাপক আবদুল খালেক বলেন, গত ১৭ বছরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আগামীতে উন্নত জাতি গঠনে শিক্ষা ব্যবস্থাকে ইসলামের আলোকে ঢেলে সাজাতে হবে।

সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন- গোলাম মর্তুজা, কামরুজ্জামান, ড. ওবায়দুল্লাহ, নোমায়ুন, আনারুল ইসলাম প্রমুখ।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন