18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টাইগাররা। সাম্প্রতিক হতাশা ভুলে এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোখ বাংলাদেশের।

প্রস্তুতি ম্যাচ খেলতে ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ
প্রস্তুতি ম্যাচ খেলতে ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ

সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দলের দুই সেরা ব্যাটার মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই টেস্ট সিরিজে খেলতে নামবে সফরকারীরা। আঙুলের ইনজুরির কারনে দল ঘোষণার আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান মুশফিক।

অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়েন শান্ত। সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। ঐ ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েন শান্ত। তার জায়গায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপু।

সফরে ২২ নভেম্বর থেকে প্রথম ও ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৮ ডিসেম্বর থেকে ওয়ানডে ও ১৬ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

টিএ/

আরও পড়ুন : ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

দেখুন : চোখ খুলেছে গণঅভ্যুত্থানে আহত ছোট্ট মুসা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন