29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শাকিব খানের ‘দরদ’ বক্স অফিসে রেকর্ড ভাঙ্গলো

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউডের মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘দরদ’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকোথ্রিলার ঘরানার সিনেমাটির পরিচালক অনন্য মামুন। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। 

দীর্ঘদিন ধরে সিনেমা হলে বড় পরিসরের কোনো সিনেমা নেই। জুলাই অভ্যুত্থানের পর বড় কোনো সিনেমা হলে আসেনি। তাই শাকিব খানের দরদ নিয়ে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ছবির প্রচার ও ঠিক সময় গান প্রকাশ না পাওয়ায় দর্শকের যে কষ্ট ছিল তাও এখন আর নেই।

শাকিব খানের অন্য সব সিনেমা মুক্তির কয়েক মাস আগে থেকেই প্রচারণা শুরু হয়। কিন্তু দরদের বেলায় পুরো উল্টোপথ বেছে নিয়েছেন পরিচালক অনন্য মামুন। বলতে গেলে মুক্তির মাত্র চার দিন আগে প্রচারণা শুরু করেন পরিচালক। তাই ভক্তদের মধ্যে একটা শঙ্কা কাজ করছিলো। ছবি হলে আসতেই হিট শাকিব-মামুন জুটি। মুক্তির প্রথম দিনে অনেক হিসাব পাল্টে দিলেন ‘দুলু মিয়া’। মাল্টিপ্লেক্সগুলোয় প্রথম দিনেই ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে বলে জানা যায়।

দরদ সিনেমার পোস্টার

প্রেক্ষাগৃহগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর মুক্তির প্রথম দিনের আয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে দরদ। প্রথম দিনে ছবির টিকিট বিক্রি হয়েছে ৩০ লাখ ৬৮ হাজার টাকার। এর আগের আয়ের তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন যথারীতি শাকিব খানই। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিটি ২৯ লাখ ৬১ হাজার ও ঈদুল ফিতরের ছবি ‘রাজকুমার’ ১২ লাখ টাকার বেশি আয় করেছিল।

শাকিব খান সাধারণত ঈদের বাইরে তেমন একটা ছবি করেন না। নিজের কমফোর্ট জোন ভেঙে ঈদের বাইরে ছবি মুক্তি দেওয়াটা শাকিব খানের ক্ষেত্রে অবিশ্বাস্য বলছেন কেউ কেউ। বর্তমান পরিস্থিতিতে চলচ্চিত্রের জন্য এমন একটা ধামাকা খুবই প্রয়োজন ছিল বলে মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।

মুক্তির প্রথম দিনের আয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে দরদ

ছবিটির পরিচালক অনন্য মামুন জানান, ‘দেশে শাকিব খানের চেয়ে বড় সুপারস্টার নেই। তার সিনেমা ভালো করবেই। আমাদেরও প্রত্যাশা ছিল সিনেমাটি ভালো করবে; কিন্তু এতটা ভালো ধারণা করিনি। আমরা বলেছিলাম, ঈদ ছাড়াও ছবিটি দর্শক ঠিকই দেখবেন, তাই ঘটেছে দেখেছে দেখে আমরাও হতবাক। বাংলাদেশের চলচ্চিত্র এগিয়ে নিতেই এমন সময়েও আমরা ছবিটি মুক্তি দিয়েছি। কারণ অভ্যুত্থান-পরবর্তী কয়েক মাস দেশের মানুষ একটু ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ সিনেমা হলে আসবে কিনা সংশয়ে ছিলাম। তবে ধারণা ভুল, হল ভিজিটে গিয়ে দেখা গেছে সব শ্রেণির দর্শকের উপচে পড়া ভিড়। এমনকি টিকিট পেলে কেউ কেউ দ্বিতীয়বারও ছবিটি দেখতেন বলে জানিয়েছেন। প্রযোজকরাও এবার আশায় বুক বাঁধতে পারেন। কারণ প্রযোজকরা অনেক দিন থেকেই ছবি মুক্তি না দিয়ে অপেক্ষা করছিলেন। দরদ সাফল্য পেলে তাদের ছবি মুক্তির সাহসটা বাড়াবে।’

জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ২৬, লায়ন সিনেমাস-এ ৮, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ৪, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারে ৩ এবং বগুড়ার মম ইনে ৩টি করে প্রদর্শনী চলছে দরদের। এ সিনেমা দিয়ে যাত্রা করা যশোরের মনিহার সিনেপ্লেক্সে ৫টি প্রদর্শনী চলছে। তবে দর্শকের আগ্রহ তুঙ্গে থাকায় সব সিনেপ্লেক্সেই দরদের শো বাড়ানো হবে বলে জানা গেছে।

শাকিবের বিপরীতে দরদ সিনেমায় অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান

দরদ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান।

আরও ঢাকার ‘তুফান’ উড়াল দিচ্ছে সিডনিতে

দেখুন শাকিব সহ একঝাঁক তারকা যাচ্ছেন দুবাই | Shakib Khan | Purnima |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন