জোড়াতালি দিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি জানান, দেশে এখন ১ কোটি ৮ লাখ যুবক বেকার।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
এসময় তুলে ধরেন বেকারত্ব দূর করতে সরকারের নেয়া নানা পদক্ষেপ। তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয় এরই মধ্যে ৮৬ হাজার ২৭৭ জনকে চাকরি দিয়েছেন।
এসময় তিনি কথা বলেন বিসিবি প্রসঙ্গেও। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ফেডারেশনের পুনর্গঠন প্রক্রিয়া চলমান আছে বলেও জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এনএ/