25 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন হরিনি আমারাসুরিয়া

দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হরিনি আমারাসুরিয়াকে। তাকে নিয়োগ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রবীণ রাজনীতিক বিজিথা হেরাথকে নিয়োগ দিয়েছেন দিশানায়েকে।

আজ সোমবার (১৮ নভেম্বর) তাদের নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সাধারণ নির্বাচনে ২২৯ আসনের মধ্যে অনূঢ়া কুমার দিশানায়েকের বামপন্থী জোট ১৫৯টি আসন পেয়েছে। আজ শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন অনূঢ়া কুমার দিশানায়েকে। তবে তিনি নতুন কোনো অর্থমন্ত্রীর নাম ঘোষণা করেননি।

এ বিষয়ে দিশানায়েকে বলেন, ‘সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আমি নিজে যেভাবে পরিচালনা করেছি সেভাবেই পরিচালনা করব।’

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত আগাম নির্বাচনে তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে ২২৯ আসনের মধ্যে অনূঢ়ার জোট পেয়েছে ১৫৯টি আসন।

এনএ/

আরও পড়ুন: শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলো বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়ার জোট
দেখুন: রাষ্ট্রপতি নির্বাচন করতে কী কী যোগ্যতা লাগে?
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন