29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রতিষ্ঠান বন্ধ করা লক্ষ্য নয়, ব্যক্তির বিচার হবে: গভর্নর

এস আলমসহ কোনো প্রতিষ্ঠান বন্ধ করা বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি আরও বলেছেন, ‘তবে ব্যক্তির বিচার হবে। যারা অনিয়ম করেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আদালত তাদের শাস্তি নিশ্চিত করা হবে।’

সকালে সংবাদ সম্মেলনে আসেন গভর্নর আহসান এইচ মনসুর। সঙ্গে নেন ইসলামী ব্যাংক বাংলাদেশের পুনগর্ঠিত পর্ষদ। সংবাদ সম্মেলনে, ব্যাংকিং খাতের নানা চিত্র, সূচক ও সংস্কার কাযক্রম নিয়ে নানা প্রশ্ন করেন সাংবাদিকরা।

কেন্দ্রীয় ব্যাংকের এ শীর্ষ নির্বাহী জানান, সব ব্যাংককে রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। সব আমানতকারীকে রক্ষা করা হবে। কোনো প্রতিষ্ঠান বন্ধ করা বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য নয়।

অনিয়মের মাধ্যমে যারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন, সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান মরতে দেওয়া হবে না। কারণ, সব প্রতিষ্ঠান জাতীয় সম্পদ।

এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, বলেন, এস আলম ইসলামী ব্যাংকের ১৭টি শাখা থেকে ৮০ হাজার কোটি টাকা নিয়ে গেছে। শুধু টাকা নেয়নি, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকের যে সম্পর্ক ছিল, সেটাও ধ্বংস করে দিয়েছে।

ইসলামী ব্যাংকের পুরোনো উদ্যোক্তাদের ফেরানোর চেষ্টার কথা জানান নতুন চেয়ারম্যান।

এনএ/

আরও পড়ুন: দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প
দেখুন: টাকা পাচার করে যারা বিদেশে সম্পদ গড়েছে, তাদের ছাড় নয়: গভর্নর
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন