16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫

বিদেশে অপরাধ করলেও আমলে নিতে পারবে ট্রাইব্যুনাল

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করছেন তিনি। রাজনৈতিক দলের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের নতুন খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছিলো। আজই প্রথম প্রশাসনের কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক হলো।

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন ড. মুহাম্মদ ইউনূস
শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন ড. মুহাম্মদ ইউনূস

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের খসড়া অনুমোদন হয়েছে। অধ্যাদেশ জারি হলে মানবতাবিরোধী অপরাধে রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইবুনাল।

এছাড়া বিদেশে বসে কেউ মানবতাবিরোধী অপরাধ করলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তা আমলে নেওয়ার সুযোগ রেখে অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। তার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। উপদেষ্টা, সচিব, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি সকালে সচিবালয়ে ঢুকতে পারেনি। দর্শনার্থী প্রবেশও সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

টিএ/

পড়ুন : বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ

দেখুন : ‘ট্রাইব্যুনালে যা বললেন সাবেক আইপিজি মামুন, জিয়াউলরা’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন