29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শেয়ারবাজারে পতন চলছে: বেক্সিমকোর ১১৭ বিও তলব

পতন থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। চলতি সপ্তাহে বলতে গেলে সব দিনই পতনে লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বুধবার নামমাত্র সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর।

এদিকে তালিকাভুক্ত বেক্সিমকোর সঙ্গে যুক্ত ১১৭ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের পোর্টফোলিও স্টেটমেন্টসহ বিস্তারিত তথ্য জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ১৪ নভেম্বর বিএফআইইউর চিঠি পাওয়ার পর মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ হাউসগুলোকে বিও হিসাবের কেওয়াইসি (নো ইউর কাস্টমার) ফরম ও স্টেটমেন্ট তিন দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

বেক্সিমকো

বিএফআইইউ যে ১১৭ বিও হিসাবের তথ্য চেয়েছে তার সবগুলোতেই বেক্সিমকোর সংশ্লিষ্টরা জড়িত। শেয়ারের দাম কারসাজিতে বেক্সিমকোর জড়িত থাকার অভিযোগে এসব বিও অ্যাকাউন্টের কয়েকজন মালিককে ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থা জরিমানা করেছে।

পতন থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার

এদিকে পতন থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। বুধবার সূচক সামান্য বাড়লেও বেশিরভাগ শেয়ারে রয়েছে ব্যাপক দরপতন। আজ ২০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৫.২৬ পয়েন্টে।

শেয়ারবাজার ভালো করতে আসছে একগুচ্ছ সহায়তা
ছবি: সংগৃহীত

আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬২.৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩৪.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ১৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৮১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৬৬ লাখ ৫১ হাজার ৬৭১ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬০০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি ০৭ লাখ ৫২ হাজার টাকা।

আজ লেনদেন কমেছে ১২১ কোটি ৭৭ লাখ ৭১ হাজার টাকা।

আরও: সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
দেখুন: ট্রাইব্যুনাল থেকে কারাগারে সাবেক আইজিপিসহ ৮ জন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন