29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাশিয়ার হামলার শঙ্কায় ইউক্রেনে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিমান হামলার শঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত নিজেদের মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।

আজ বুধবার (২০ নভেম্বর) বিমান হামলা হতে পারে বলে তথ্য পাওয়ার পর মার্কিন দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ৫০ হাজার সেনা মোতায়েন, বড় হামলার শঙ্কা

কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, কিয়েভের মার্কিন দূতাবাস বুধবার সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। নিরাপত্তামূলক সতর্কতার কারণে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। দূতাবাসের কর্মচারীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিমান সতর্কতা জারি করা হলে, অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।

রাশিয়ার হামলার শঙ্কা
যে কারণে শঙ্কা

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো গতকাল রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে দেশটি। তাই গতকাল ইউক্রেন এ হামলা চালানোর পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনএ/

দেখুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কে জিতবে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন