18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

আদানি গ্রুপের সাথে বড় চুক্তি বাতিল করল কেনিয়া

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ভারতের আদানি গ্রুপের সাথে দুটি বড় চুক্তি বাতিল করেছেন। যুক্তরাষ্ট্রের আদলত গৌতম আদানি ও তার সহযোগীদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এ সিদ্ধান্ত নিল কেনিয়া।

তার একটি হলো কেনিয়ার প্রধান বিমানবন্দর সংস্কার ও পরিচালনা এবং দ্বিতীয়টি হলো বিদ্যুতের লাইন নির্মাণ করা।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে তিনি ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ প্রস্তাব করেছিলেন এবং তা গোপন রেখে যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের চেষ্টা করেছিলেন।

তবে আদানি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে। পাশাপাশি তারা সম্ভাব্য সব আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

গতকাল দেশটির পার্লামেন্টে ভাষণের সময় প্রেসিডেন্ট রুটো বলেন, তিনি আরেকটি ৩০ বছর মেয়াদি ৭৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সরকারি-বেসরকারি খাতের অংশীদারত্ব (পিপিপি) চুক্তি বাতিল করছেন। আদানি গ্রুপের একটি ফার্ম গত মাসে কেনিয়ার জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য এই চুক্তি সই করেছিল।

এনএ/

আরও পড়ুন: আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের প্রশ্ন
দেখুন: কে এই গৌতম আদানী? কত সম্পদের মালিক তিনি?
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন