22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সন্ত্রাসী নিহত

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে কেএনএফের তিনজন নিহত হয়েছে। সকালে রুমা পাইন্দু ইউনিয়নের কুইত্ত্যা ঝিড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আস্তানায় তারা অভিযান পরিচালনা করে।

এসময় সেনাবাহিনী বন্দুক যুদ্ধে কেএনএফের তিন সদস্য নিহত হয়, উদ্ধার করা হয়েছে অস্ত্রসহ অনান্য সরঞ্জাম। এই অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএ-এর গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযান এখানো চলমান রয়েছে।

দেখুন: যেভাবে উত্থান ঘটে কেএনএফ প্রধান নাথান বমের

২০২২ সালের এপ্রিলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বান্দরবানে আত্মপ্রকাশ করে। জানা যায়, এর সামরিক শাখা কেএনএ-এর শতাধিক সদস্য তিন বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। ২০২১ সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। এই দলের সদস্যরাই এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে।

বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সন্ত্রাসী নিহত
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন