20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

মিরপুরে গ্যাসের আগুনে পুড়লো দুই পরিবারের ৭ জন

রাজধানীর মিরপুর-১১ সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে তিনজনে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি-ব্লকের এক বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ৪০ বছর বয়সী খলিলের শরীরে পোড়ার মাত্রা ৯৫ শতাংশ। আর তার স্ত্রী রুমার (৩২) শরীরের ২০ শতাংশ পুড়েছে।

মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭

তাদের তিন সন্তান আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০) ও ইসমাইলও (৪) দগ্ধ হয়েছে এ ঘটনায়। তাদের পোড়ার মাত্রা যথাক্রমে ৩৮, ৩৫ ও ২০ শতাংশ।

দগ্ধ অন্য পরিবারের দুজন হলেন শাহজাহান (৩৫) এবং তার স্ত্রী স্বপ্না (২৫)। শাহজাহানের শরীরের ৬ শতাংশ এবং স্বপ্নার ১৪ শতাংশ পুড়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, আমাদের এখানে মিরপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ সাত জন এসেছে। তাদের মধ্যে আব্দুল খলিলের ৯৫ শতাংশ দগ্ধ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিনজনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি চার জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
দেখুন: ভাসানচরে গ্যাস সিলিন্ডার বি স্ফো র ণে মৃ ত্যু বেড়ে ৪
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন