18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

দুই স্তরে পদোন্নতি হবে, বঞ্চিত অতিরিক্ত সচিবরা পাবেন গ্রেড-১

সরকার অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি দেবে। এছাড়া বঞ্চিত যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতির পর অল্প সময়ের মধ্যে অবসরে যাবেন তাদের গ্রেড-১ দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নের জন্য নতুন করে ফিটলিস্ট করা হচ্ছে।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ কথা বলেন।  

তিনি বলেন, ‘বিসিএস নিয়োগের বিষয়ে আমাদের কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। আমাদের নতুন মন্ত্রিপরিষদ সচিব যোগদান করেছেন। এসএসবি ফরমেশন হয়েছে। উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দ্রুত সময়ে শুরু হবে। যেহেতু অনেককে পদ দেওয়ার জন্য পদ দেওয়া যায়নি। কিন্তু ব্যাচ ভিত্তিক বাদ পড়া আরেকটা বিষয়। যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব আরেকটা।’ 

মোখলেস উর রহমান বলেন, বঞ্চিত যারা অতিরিক্ত সচিব, ১৩ দিনে তিন পদোন্নতি পেয়েছেন – এটা বিষয় না। তারা কয়েক বছর ধরেই বঞ্চিত ছিলেন। এই বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, সিদ্ধান্ত হয়েছে গ্রেড-১ দিয়ে তাদের পদ দেয়া হবে। অনেকের এক মাস আছে, ১৫ দিন আছে, ২০ দিন আছে। অনেকের পদোন্নতি হবে এবং সামাজিক, পারিবারিক, আর্থিকভাবে তারা উপকৃত হবে। এটার জন্য তারা চাকরি করে। দাবি করার আগেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। 

বঞ্চিত যারা অতিরিক্ত সচিব পদে গেছেন সবাইকে কি গ্রেড-১ দিতে পারবেন- এ বিষয়ে তিনি বলেন, ‘সরকারি যারা চাকরি করি বিধি-বিধানের মাধ্যমে করতে হয়। যদি ডিসিপ্লিনারি মামলা থাকে, ফৌজদারি মামলা থাকে, যদি কারো বিরুদ্ধে – যেমন এক কলিগের বিরুদ্ধে আরেক কলিগের মোটরসাইকেল চুরির মামলা; মানে মামলা-মোকদ্দমা-অভিযোগ-তদন্ত যদি থাকে এদের বিবেচনায় আনা হবে না। তাদের গ্রেড-১ দেওয়া হবে না।’

পদোন্নতিতে দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়ে যা জানালেন সচিব

ডিসি নিয়োগে বিপুল অর্থের লেনদেন হয়েছে বলে অভিযোগ ওঠে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে। পরে সেটা তদন্তের দায়িত্ব তিনজন উপদেষ্টাকে দেওয়া হয়। তদন্তে কি উঠে এসেছিল- জানতে চাইলে মোখলেস উর রহমান বলেন, আমি প্রথম কথা দিয়ে বলি, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। আমি এটাকে পজিটিভলি নিয়েছি। যে পত্রিকা বা মিডিয়া যেটা প্রচার করেছে, হয়তো তারা না বুঝে বা ভুল বুঝে করেছে, এখন তারা রিয়ালাইজ করে যে ইট ওয়াজ রং। এর বেশি আমি কিছু বলবো না।

দেখুন: রদবদল-পদোন্নতি-অব্যাহতিতে প্রশাসনে অস্থিরতা

/শাআর

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন