শেয়ারবাজারের পতন যেন থামছেই না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় বাজারে ফিরছে না গতি। এ অবস্থা থেকে বের হয়ে বাজারে আস্থা ফেরাতে কাজ করছে বিএসইসি।
বিগত সময়ে শেয়ারবাজারে যে মন্দাবস্থা ছিল সেটির কারণ খুঁজতে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কিন্তু এরই মাঝে এ ইস্যুতে গুজব ছড়িয়ে মার্কেটকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে কেউ কেউ।
বিগত ১৫ বছরে যে ভুলগুলো হয়েছে তারই খেসারত দিচ্ছেন বিনিয়োগকারীরা দাবি বিশেষজ্ঞদের।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা না থাকায় বর্তমান শেয়ারবাজারের লেনদেনে চলছে বৈরি প্রভাব। এছাড়া ডিভিডেন্ডের রেকর্ড ডেট মৌসুম হওয়ায় বাজারে চলছে সূচক পতন। তবে চলমান সমস্যা কাটিয়ে উঠাতে কাজ করছে কমিশন।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হলে সক্রিয় হবে পুঁজিবাজার। লেনদেনের পরিমাণ বাড়লে, আস্থা ফিরে বাজারমুখী হবেন সাইডলাইনের বিনিয়োগকারীরা। কিন্তু শুধু বাজার উন্নয়নের মিটিং বা সভার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং করতে হবে বাস্তবিক প্রয়োগ।
টিএ/