26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ইসরায়েলে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

ইরানের হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছিল দেশটিতে। এবার ইসরায়েলকে পাল্টা জবাব দিতে ইরান প্রস্তুতি নিচ্ছে।

রোববার ( ২৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ভয়ংকর হামলার প্রস্ততি নিচ্ছেন তারা। সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে জবাব দিতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছে।

ইসরায়েলে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
ইসরায়েলে ভয়ংকর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

এর আগে গত ২৬ অক্টোবর ইরানে তিন ধাপে সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। মূলত ইরানের ২০০ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল এ হামলা চালায়। তবে আবারও ইসরায়েলি হামলার জবাব দিয়েছে তারা।

ইরানে হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবে না ইসরায়েল। তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেল আবিবে যে হামলা চালিয়েছিল, তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

কাতারভিত্তিক সংবাদসংস্থা আলজাজিরা আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিগুলোকে ব্যর্থ করে দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

হাগারি বলেন, ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে ইসরায়েল ‘প্রতিক্রিয়া জানাতে বাধ্য’।

টিএ/

পড়ুন: হিজবুল্লাহ হামলা করেছে ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে

দেখুন: ৩০ বছর ধরে নিজে না খেলেও পাখিদের খাওয়ান নুরুল ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন