15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নতুন কমিটি

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের ২৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে এটিএন নিউজের বিনোদন বিভাগের প্রধান আলি আফতাব ভুঁইয়াকে সভাপতি এবং ওয়েস্টার্ন কার্গো সার্ভিসের সহকারী পরিচালক ও বিভাগের ৩৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ইয়াসিন আরাফাতকে সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলি আফতাব ভুঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০১৯ সালে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠিত হয়, যা ২০২২ সাল পর্যন্ত স্থায়ী ছিল। কিন্তু সে সময় করোনাভাইরাস মহামারিসহ নানান কারণে অ্যাসোসিয়েশনের কার্যক্রম স্থবির হয়ে পরে। এই প্রেক্ষাপটে সংগঠনটির সদস্যরা গত ১০ নভেম্বর বিকালে এক সাধারণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় এবং এই কমিটিকে অ্যাসোসিয়েশনের মূল ভিত্তি স্থাপনের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়।

কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন আবু মেরাজ মেভিজ (সিনিয়র রিপোর্টার, ঢাকা ট্রিবিউন)। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সানজানা চৌধুরী ঐশী (ব্রডকাস্ট জার্নালিস্ট, বিবিসি) এবং মাহফুজুল ইসলাম (সিনিয়র রিপোর্টার, আরটিভি)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন সৈয়দ অনিক (ম্যানেজার, প্রোগ্রাম, এমআরডিআই), নুরুল হাসান পার্থ (অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার, যমুনা টিভি), যিলফুল মুরাদ শানু (সিনিয়র ম্যানেজার, পাবলিক রিলেশন এন্ড কন্টেন্ট, ফ্রেন্ডশিপ) এবং মো. জুবাইর (জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক, বাংলানিউজটোয়েন্টিফোরডটকম)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইশতিয়াক ইমন (রিপোর্টার, ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন, একাত্তর টিভি), সহ-সাংগঠনিক রকিবুল ইসলাম রাহাত (স্টাফ রিপোর্টার, এখন টেলিভিশন)এবং মইনুল হাসান (রিপোর্টার, চ্যানেল আই)। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন তাসনীম ইসলাম নিশো (প্রজেক্ট ম্যানেজার, ক্লাইন্ট রিলেশন, রেডঅরেঞ্জ কমিউনিকেশনস)। কোষাধ্যক্ষ শাহাদত আলম খান (প্রডিউসার ও ডিরেক্টর, নভেরা কমিউনিকেশনস অ্যান্ড ফিল্মস), সহ-কোষাধ্যক্ষ নাফরুল হাসান (সাব-এডিটর, চ্যানেল ২৪)। প্রচার-প্রকাশনা সম্পাদক শেখ রাহাত অয়ন, (বিভাগীয় প্রধান, মিডিয়া ও জনসংযোগ, স্নোটেক্স গ্রুপ, সারা লাইফস্টাইল লিমিটেড) সহ-প্রচার-প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকি (স্টাফ রিপোর্টার, চ্যানেল ২৪)। 

ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন সায়হাম জামান পিয়াস (ক্লাস্টার ফ্যাসিলিটেটর, প্রোগ্রাম, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন), সহ-ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম (স্টাফ রিপোর্টার, ইন্ডিপেন্ডেন্ট টিভি)। সমাজ সেবা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন আহমেদ দীপ্ত (স্টাফ রিপোর্টার, ডেইলি স্টার) এবং সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক আহমেদ অন্তর (অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার, ইন্ডিপেন্ডেন্ট টিভি)। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন হামিম আহসান (অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার, ইনডিপেনডেন্ট টেলিভিশন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাহিন (কো-অর্ডিনেটর, প্রেস অ্যান্ড মিডিয়া, ইউএস এম্বাসি), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্রাট হোসেন (স্টাফ রিপোর্টার, চ্যানেল ২৪), নারী বিষয়ক সম্পাদক ঊম্মে সালমা ঊষা (চিফ মার্কেটিং অফিসার, ঢেউ), আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদি হাসান রনি (সাব-এডিটর, ঢাকা ট্রিবিউন), সংস্কৃতি বিষয়ক সম্পাদক মৃত্তিকা শাশ্বতী অরনি (ডাবিং স্ক্রিপ্ট রাইটার, ডাবিং ডিরেক্টর), সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক তনিমা হক (ভয়েস আর্টিস্ট, ডাবিং ডিরেক্টর, স্বত্বাধিকারী-যুগলদর্পন), আইন বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মধু (স্টাফ রিপোর্টার, যমুনা টিভি), শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুখ (স্টাফ রিপোর্টার, ইন্ডিপেন্ডেন্ট টিভি)।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, শাকিবুর রহমান (স্টাফ রিপোর্টার, আরটিভি), দীপ্ত সুগরা (স্টাফ রিপোর্টার, আরটিভি), মো. রাশেদ (অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার,আর টিভি), মো. আবুল বাশার (ব্রডকাস্ট জার্নালিস্ট, ইন্ডিপেন্ডেন্ট টিভি), মেহেদি হাসান মনময়, মীর হাসিব মাহমুদ (চিফ বিজনেস অফিসার, গোইয়ারা লিমিটেড), সাদেকুল ইসলাম শাওন (বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, কেয়ার মেডিকো), মোঃ তুর্য মিয়া (এডমিন ম্যা নেজার, হংকং সেল), শরীফ সৌরভ, মাহফুজ হৃদয় (নিউজরুম এডিটর, মাছরাঙা টিভি), কামরান হোসেন তাজিন (সিনিয়র অ্যাক্সিকিউটিভ, জানালা বাংলাদেশ), সানমুন আহমেদ (স্টাফ রিপোর্টার, দেশ রূপান্তর), রায়হান শোভন (স্টাফ রিপোর্টার, মাছরাঙা টিভি), নাইম মিয়া (রিপোর্টার, বিজয় টিভি), ফাহিম আহমেদ (স্টাফ রিপোর্টার, সময় টিভি), তাহমিদ আফসার স্বপ্ন (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পাকিজা সফটওয়্যার লি.), সাকলাইন ইসমাইল (প্রোডাকশন এক্সিকিউটিভ, সময় টিভি), কাশফিয়া আলম ঝিলিক (রিপোর্টর, আজকের পত্রিকা), নাইমুল ইসলাম রাজ (রিপোর্টার, টাইমস টুডে) এবং মির্জা ইমতিয়াজ আহমেদ (ডেস্ক রিপোর্টার, একাত্তর টিভি)।

টিএ/

পড়ুন: রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না: আইন উপদেষ্টা
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান
দেখুন: যৌথবাহিনীর অভিযানে গ্রামবাসীর হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন