দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবুও খুচরা ও পাইকারি বাজারে কমছে না এসব নিত্যপণ্যের দাম। হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ভালো মানের পেঁয়াজ ৭৫ টাকায় এবং একটু নিম্নমানের পেঁয়াজ ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে খুচরা বাজারে নিম্নমানের পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে। ভারত থেকে আমদানি করা নতুন জাতের আলু ৭৫ টাকায় এবং পুরাতন আলু ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানির পরেও দাম না কমায় হতাশ ক্রেতারা।
আমদানির অজুহাতে হিলির খুচরা বাজারে দাম বৃদ্ধি হয় কেজি প্রতি ১০ টাকা আর কমার সময় কমে মাত্র ২ টাকা। নিত্যপণ্যের দাম প্রতিদিন বাড়ছে। কমার কোন সম্ভাবনাই নেই। তবে পেঁয়াজ একটু নিম্নমানেরটা কেজি প্রতি ৫ টাকা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এটা কোন কম না। পেঁয়াজ এবং আলুর দাম যদি কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে থাকতো তাহলে মানুষের কিছুটা স্বস্তি ফিরত।
হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল বুধবার ভারতীয় ৬১ ট্রাকে ১ হাজার ৭০০ মেট্রিকটন আলু এবং ৪১ ট্রাকে ১ হাজার ২০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।